বাংলাদেশে চালু হলো ‘ভাইবার লেন্স’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ০২:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ও সহজে যোগাযোগের জনপ্রিয় মেসেজিং অ্যাপ রাকুতেন ভাইবার বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির ফিচার চালু করেছে। ভাইবার অ্যাপের ক্যামেরায় যুক্ত হওয়া নতুন এ ফিচারের নাম ভাইবার লেন্স। এই ফিচার প্রিয়জন, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে প্রতিদিনের কথোপকথনে নতুন মাত্রা যোগ করবে।

গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জুম প্লাটফর্মে আয়োজিত এক সংবাদ সম্মলনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ভাইবার লেন্সের প্রথম ব্যাচের সাথে ইন-অ্যাপ ক্যামেরায় অগমেন্টেড রিয়েলিটির উপযোগিতা যুক্ত করতে স্ন্যাপ ইনকর্পোরেশনের সাথে অংশীদারত্ব করছে ভাইবার। এই ফিচারে ৩০টিরও বেশি আকর্ষণীয় ফিল্টার রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যানিমেল মাস্ক, ফ্যান্টাসি ইফেক্ট এবং ব্যবহারকারীদের পছন্দের ভাইবার ক্যারেক্টার। ব্যবহারকারীরা ভাইবার ক্যামেরা চালু করার পর পছন্দের ফিল্টার বাছাই করে ছবি তুলে তাৎক্ষণিকভাবে তা পাঠানোর মাধ্যমে কথোপকথনকে আরো উপভোগ্য করে তুলতে পারবেন। লেন্সের মাধ্যমে স্ক্রিনে প্রদর্শিত স্টিকার যুক্ত করে বা রঙ পাল্টে কাস্টমাইজ করার সুযোগও পাবেন ব্যবহারকারীরা।

এছাড়াও বিভিন্ন পার্টনার যেমন- বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড ও এফসি বার্সেলোনা ইত্যাদির ব্র্যান্ড লেন্স ব্যবহার করে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ বিষয়, সমস্যা এবং তাদের পছন্দের স্পোর্টস টিমের প্রতি সমর্থন প্রকাশ করতে পারবেন। দেশের ভাইবার ব্যবহারকারীরা এখন তাদের কথোপকথনে লেন্স যুক্ত করে আরো উপভোগ্য উপায়ে প্রিয়জনদের সাথে চ্যাট করতে পারবেন।

ভাইবারের চিফ গ্রোথ অফিসার আনা জামেনস্কায়া বলেন, ‘নতুন ভাইবার লেন্স চালুর মাধ্যমে আমরা এআর-কে নতুন উচ্চতায় নিয়ে গেছি। চলমান বৈশ্বিক মহামারির কারণে আমাদের যেসব ব্যবহারকারী পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, তারা আরো উন্নত উপায়ে পরিবারের সাথে যোগাযোগ এবং স্মরণীয় মুহূর্তগুলো ভাগ করে নিতে আগ্রহী হয়ে উঠেছেন।’

তিনি আরো বলেন, ‘ভাইবার লেন্স অনন্য উপায়ে কল্পনাকে বাস্তবে পরিণত করে। আমরা বিশ্বাস করি, এটি ভবিষ্যতে আমাদের পণ্যগুলোতে উদ্ভাবনী এবং চমকপ্রদ নতুন কিছু যুক্ত করতে উৎসাহিত করবে।’

ভাইবার এপিএসির সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, ‘ভাইবার লেন্স এমন একটি ব্যতিক্রমী ফিচার, যা ব্যবহারকারীদের আরো সৃজনশীল, উপভোগ্য এবং প্রাণবন্ত কথোপকথনে সহায়তা করবে। অ্যাপের মাধ্যমে পাঠানো মেসেজ, ভিডিও এবং ছবির সুরক্ষা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভাইবার লেন্সে সবচেয়ে উন্নত এআর সক্ষমতা অন্তর্ভুক্ত করেছি। এছাড়া আমরা আমাদের বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশেষ স্থানীয় লেন্স চালু করার কথা ভাবছি। বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য এসব ফিচার আনতে পেরে এবং আরো সৃজনশীল উপায়ে তাদের চিন্তাভাবনা ও অনুভূতি প্রকাশ করার সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh