মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ে ৪টি ল্যাব উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ০৮:৩৩ পিএম

ছবি: সাম্প্রতিক দেশকাল

ছবি: সাম্প্রতিক দেশকাল

ঝিনাইদহের মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ে বিশেষ শিশুদের জন্য চারটি ল্যাব উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের সহযোগিতায় বিদ্যালয়ে ফিজিওথেরাপি, স্পিচ, অকোপেশনাল এবং কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটানিয়ান টি আই এম নুরুল কবির।

অন্যদের মধ্যে ডিরেক্টর অব স্যোশাল সার্ভিস আদিত্য কুমার রায়, জাহেদী ফাউন্ডেশনের সিওও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এস এম নুরুল্লাহ সিদ্দিকী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুর রহমান টুকু, প্রতিষ্ঠাতা সম্পাদক ডা. রেজা সেকেন্দার প্রমুখ।

পরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিদ্যালয়টির ১০ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী নাচ ও গান পরিবেশন করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh