ত্রিপুরায় কবর দেওয়া বীর মুক্তিযোদ্ধাদের দেহাবশেষ ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১০:৪৭ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

মুক্তিযুদ্ধের সময় যেসব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ভারতের ত্রিপুরা রাজ্যে দাফন করা হয়েছে, তাদের কবর শনাক্ত করে দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় মুক্তিযুদ্ধবিষয়ক ডকু-ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, কবর শনাক্ত ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে এরইমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। করোনার কারণে এ বিষয়টি নিয়ে কাজ পিছিয়েছে। করোনার সংক্রমণ আরেকটু কমলে আমি নিজে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। তারপর মুক্তিযোদ্ধাদের শনাক্ত এবং দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh