রিমুভার ছাড়া নেলপলিশ উঠানোর ৫টি বিকল্প পদ্ধতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ০৯:২২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেয়েদের সাজের একটি অংশ নখে নেইল পলিশ করে এতে রং-বেরঙের ডিজাইন করা। তবে নেইল পলিশ উঠানোর সময় রিমুভার না থাকলে ঝামেলা পোহাতে হয়। 

আজ চলুন জেনে নেয়া যাক রিমুভার ছাড়াই নেইলপলিশ তোলার উপায়-

টুথপেস্ট

একটি পুরাতন টুথব্রাশের সাথে একটু টুথপেস্ট লাগিয়ে নখে ঘষুন। পেস্টের ভিতরে রয়েছে ইথাইল অ্যাসিটেট উপাদান যা পোলিশ রিমুভারের মতো কাজ করে।

ডিওডরেন্ট

বিকল্প আরেকটি সহজ উপায় ডিওডরেন্ট দিয়ে নেইলপলিশ তোলা। নখের ওপর স্প্রে করে তুলা দিয়ে ঘষুণ। একটু সময় নিয়ে ঘষলে পলিশ উঠে যাবে।

স্যানিটাইজার লিকুইড

রিমুভারের চেয়ে যেকোনো স্যানিটাইজার দ্রুত কাজ করে। তুলা ছোট গোল গোল বলের মতো করে স্যানিটাইজার লাগিয়ে নখের ওপর ঘষুন দেখবেন নেইল পলিশ উঠে গেছে।

সুগন্ধি

ডিওডরেন্টের মতোই, সুগন্ধি বা বডি স্প্রেও সমস্যার সমাধান করবে। টিস্যু পেপারে সামান্য স্প্রে করে নখের ওপর ঘষুন দেখবেন কাজ করবে।

হেয়ারস্প্রে

হেয়ারস্প্রেও রিমুভারের মতো কাজ করে। তাই তুলার সাথে মিশিয়ে নখে লাগিয়ে ঘষুন। খুব দ্রুত কাজ করবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh