খাবার অপচয় করবেন না

সিনথিয়া সুমি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ০২:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মানুষ সামাজিক জীব। তাই তো একে অপরের ওপর নির্ভরশীল হতে হয়। আজ হয়তো সমাজের বিত্তবান শ্রেণির মানুষ কারণে অকারণে খাবার অপচয় করছেন। অথবা বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠানে খাবার নষ্ট করা হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে গরিব ও অসহায় লোক খাবার চেয়েও পায় না।

বর্তমান সময়েও আশেপাশের কত মানুষ এখনো না খেয়ে থাকে! তাদের খোঁজখবর কেই বা রাখে। চোখ বুজে একবার উপলব্ধি করে দেখুন তো আপনি কতই না শান্তিতে আছেন, কিন্তু যাদের ঘরবাড়ি নেই, ফুটপাতে যাদের জীবনযাপন, একবেলা দুমুঠো অন্নের জন্য যাদের দিনরাত কত কষ্ট করতে হয় অথবা বাড়ির পাশের লোকজনেরই বা কয়দিন খবর নিয়েছেন।

আসলে মানুষের পদোন্নতি হলে গরিবের কথা আর মনে থাকে না। হয়তো আপনিও একদিন অসহায় ছিলেন। মা-বাবা অনেক কষ্ট করে লালনপালন করে বিত্তবান বানিয়েছেন। চাইলেই মানুষ সমাজের এই অবহেলিত, লাঞ্ছিত, গরিব-দুঃখীদের পাশে দাঁড়াতে পারে।

তাই খাবার অপচয় করবেন না, না খেতে পারলে ক্ষুধার্তদের দান করা উচিত। আসুন মানবিক হই।


সিনথিয়া সুমি
শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh