পৌনে ৬ কোটি মানুষ টিকার আওতায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ০৯:২৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয় লাখ ৬৯ হাজার ৫৭৩ জন করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে পাঁচ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৮৭৮ জন হয়েছে।

এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৫৭০ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৩০৮ জন।

রবিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য মিলেছে।

রবিবার সারাদেশে টিকা নেওয়া ছয় লাখ ৬৯ হাজার ৫৭৩ জনের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন চার লাখ ২৮ হাজার ১৬ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৪১ হাজার ৫৫৭ জন।

প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ দুই লাখ ছয় হাজার ৫৮২ জন এবং নারী দুই লাখ ২১ হাজার ৪৩৪ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ২৫ হাজার ৬৪৯ জন এবং নারী এক লাখ ১৫ হাজার ৯০৮ জন।

আজ (১৭ অক্টোবর) টিকা পেতে পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ২৯১ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাঁচ কোটি ৩৮ লাখ ২৮ হাজার ৭১৩ জন এবং পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেন সাত লাখ ৫২ হাজার ৫৭৮ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh