বলিউডে মিথিলার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১০:১৪ এএম

তানজিয়া জামান মিথিলা

তানজিয়া জামান মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশে-২০২০’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা অভিনীত প্রথম বলিউডের সিনেমা ‘রোহিঙ্গা’ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আগামী ১৫ নভেম্বর।

বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা।

তিনি জানান, আগামী ১৫ নভেম্বর আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপেল টিভিতে সিনেমাটি মুক্তি পাবে।

এর আগে গত ২৩ অগাস্ট সিনেমাটি ভারতের সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

বলিউডের পরিচালক হায়দার খানের পরিচালনায় এ সিনেমায় হুসনে আরা নামে এক রোহিঙ্গা তরুণীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। ভুটানের চিত্রনায়ক তিনি। সালমান খানের নতুন ছবি ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এই নায়ক।

বাংলাদেশি দর্শকদের সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সিনেমাটি খুবই ইমোশনাল। গল্পটা ভীষণ ভালো। সত্য ঘটনা থেকে নেয়া গল্প। একটু এদিক ওদিক করা হয়েছে। অবশ্যই সিনেমাটি দেখার অনুরোধ রইল।’

‘রোহিঙ্গা’ ছাড়াও বাংলাদেশের আরো দুইটি সিনেমায় নাম লিখিয়েছেন মিথিলা। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সিনেমাগুলোর ঘোষণা দেবে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh