ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ০৭:০৬ পিএম

জেলা শহরের উত্তর পৈরতলা এলাকার শেখ জালাল (র.) এর মাজার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। ছবি: সাম্প্রতিক দেশকাল

জেলা শহরের উত্তর পৈরতলা এলাকার শেখ জালাল (র.) এর মাজার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। ছবি: সাম্প্রতিক দেশকাল

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষ্যে বুধবার (২০ অক্টোবর) সকালে শোভাযাত্রা ও সমাবেশ করেছে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট সংগঠন।

সকাল ১০টায় জেলা শহরের উত্তর পৈরতলা এলাকার শেখ জালাল (র.) এর মাজার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউন্সিলর ওমর ফারুক জীবন এবং আয়োজক সংগঠনের নেতারাসহ শতাধিক মুসল্লি অংশ নেন।

শোভাযাত্রাটি মাজারের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাজার প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা সুফি আহমদ শাহ মোর্শেদ ও সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ।

সমাবেশে বক্তারা বলেন, সব মানুষকে নিজের জীবনের সুরক্ষা-স্বাধীনতা-মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুলকেন্দ্রিক হতে হবে। প্রিয় রাসুলের দেয়া মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখণ্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বংস ও মৃত মানবতাকে বাঁচানোর কোনো উপায় নেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh