টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৯:২১ এএম

টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছে। এতে বাবা ও বড় ছেলে গুরুতর আহত হয়েছে।   

গতকাল শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলায় এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার ময়থা উত্তরপাড়া গ্রামের আজগর আলীর স্ত্রী সানসিয়া সুলতানা সারা (২৫) ও তার ছোট ছেলে রাইয়ান ( আড়াই বছর)। আহত হয়েছে আজগর আলী (৩০) ও বড় ছেলে মো. আব্দুল্লাহ (৫)। 

সারার ভাই জামিলুর রহমান বলেন, হাতিলা গ্রামে আজগর আলী তার মামার বাড়িতে দাওয়াত খেয়ে স্ত্রী ও দুই ছেলেকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। হাতিলা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তারা ছিটকে পড়ে যায়। এতে মা ও ছেলের ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত বাবা ও বড় ছেলেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজিব পাল চৌধুরী বলেন, হাসপাতালে দুইজনকে আনা হয়। তবে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘারিন্দা রেল স্টেশন মাস্টার সোহেল রানা জানান, আজগর আলী স্ত্রী ও দুই সন্তানকে মোটরসাইকেলে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল পাশের খাদে পড়ে যায়। 

স্থানীয়‌দের জানান, অরক্ষিত এই রেল ক্রসিং‌য়ের দুই পাশ জঙ্গল হয়ে থাকায় ট্রেন আসছে কি-না দেখা যায় না। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh