সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১০:৫৩ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল-মাতার নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মেজর জন রিগসবি একথা জানিয়েছেন।

গতকাল শুক্রবার (২২ অক্টোবর) এক লিখিত বিবৃতিতে তিনি জানান, আল-কায়েদার শীর্ষ নেতা নিহত হওয়ায় সন্ত্রাসী সংগঠনটির বিশ্বে সাধারণ মানুষ, যুক্তরাষ্ট্রের নাগরিক ও মিত্র রাষ্ট্র ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার ভবিষ্যত পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে।

তিনি আরও জানান, ওই হামলায় আর কেউ হতাহত হয়নি। এমকিউ-৯ এয়ারক্রাফট থেকে এই হামলা চালানো হয়েছে।

সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুইদিন পর এই হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

রিগসবি বলেন, জঙ্গি সংগঠন আল-কায়েদা এখনও যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্রগুলোর জন্য হুমকি। আল-কায়েদা পুনরায় সংগঠিত হওয়ার জন্য, সমন্বিত করার জন্য ও বাহ্যিক সহযোগিতার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসাবে সিরিয়াকে ব্যবহার করছে।

হামলার প্রতিশোধ হিসাবে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে কিনা তা স্পষ্ট করেননি রিগসবি। সিরিয়ার কোনও এলাকায় হামলা চালানো হয়েছে তাও তিনি স্পষ্ট করেননি।

এর আগে সেপ্টেম্বরে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। তখন আল কায়েদার আরেক শীর্ষ নেতা সালিম আবু আহমদ নিহত হন। -আল জাজিরা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh