ময়মনসিংহ মেডিকেল করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১০:৫৯ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিট

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিট

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এসময়ে করোনা আক্রান্তে কেউ মারা যায়নি।

আজ শনিবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের হিরা মিয়া (৬০), মুক্তাগাছার রেনু আরা (৫০) ও নেত্রকোনা পুর্বধলার সায়েদ আলি (৫০)।

 এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৮৮ জনের মৃত্যু হলো।  

ডা. মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে তিনজন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে দুইজন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ১৩৪টি নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৯ জন ও সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৫৫ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh