পাপন-মাহমুদউল্লাহর ‘বাকযুদ্ধ’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৩:১৫ পিএম

নাজমুল হাসান পাপন ও মাহমুদউল্লাহ রিয়াদ

নাজমুল হাসান পাপন ও মাহমুদউল্লাহ রিয়াদ

প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ক্ষোভ উগড়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দল ও দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে চরম সমালোচনা তিনি। ওই হারের রেশ কয়েকদিন ছিল সামাজিক যোগাযোগমাধ্যমেও, হয়েছে কাটাছেঁড়া। 

দলের সমালোচনায় ‘আহত’ হওয়া মাহমুদউল্লাহ পিএনজি ম্যাচের পর এসব নিয়ে কথা বলেন। তিনি জানান, মানুষ হিসেবে তারাও ভুল করেন; কিন্তু এভাবে ছোট করা উচিত নয়, তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। টি-টোয়েন্টি অধিনায়কের এমন মন্তব্যে আবারও কথা ঝাঁপি খুলে দিয়েছেন বিসিবি সভাপতি। মাহমুদউল্লাহর মন্তব্যকে ‘আবেগের বিস্ফোরণ’ বলেছেন নাজমুল হাসান। তার মতে, বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছে বাংলাদেশ অধিনায়ক। 

বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের উদ্ধৃতি দিয়ে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের প্রতিবেদনে নাজমুল হাসানের বক্তব্য এভাবে তুলে ধরেছেন, ‘আমি দুটি ব্যাপার বুঝতে পারছি না। সে (মাহমুদউল্লাহ) বলেছে নিবেদন নিয়ে প্রশ্ন তোলায় তাদের খারাপ লাগে। আমার মনে হয় না কেউ তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে।’

‘আমি একবারের জন্যও ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলিনি। দ্বিতীয়ত, সে বলেছে আমি তাদের ছোট করেছি, কিন্তু আমার মনে হয় এটা আবেগের বিষ্ফোরণ। আমি আমার আগের জায়গা থেকেই বলছি, প্রথম ম্যাচে তাদের অ্যাপ্রোচ, শারীরিক ভাষা ও পরিকল্পনা নিয়ে আমি সন্তুষ্ট নই।’ যোগ করেন বিসিবি সভাপতি।

পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা মানুষ, আমরা ভুল করি। এ কারণে একেবারে ছোট করে ফেলা ঠিক নয়। আমরা যখন খেলি, পুরো দেশ একসঙ্গে খেলি। আমাদের চেয়ে ফিলিংস কারও বেশি নয় আমার মনে হয়। সমালোচনা অবশ্যই হবে, খারাপ খেলেছি। তবে একেবারেই ছোট করে ফেলা ঠিক নয়। আমাদের সবার কাছেই খারাপ লেগেছে। সমালোচনা তো হবেই; কিন্তু এই সমালোচনা যেন স্বাস্থ্যকর হয়।’

মাহমুদউল্লাহর মন্তব্যে অবাক হয়েছেন নাজমুল হাসান। তার মনে হয়েছে, বিষয়টিকে ব্যক্তিগতভাবে নিয়েছেন মাহমুদউল্লাহ। বিসিবি সভাপতি বলেছেন, ‘আমার মনে হয় মাহমুদউল্লাহ ও বাকি ক্রিকেটারদের একটা বিষয় বোঝা উচিত যে, তারা যেমন বলেছে তারা মানুষ, একইভাবে দলের ভক্ত-সমর্থক ও বিসিবির সবাইও মানুষ। এখানে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। কারণ যা বলেছি, সেটা দল ও দেশকে নিয়ে, ব্যক্তিগতভাবে কারও বিপক্ষে নয়।’

বিসিবি সভাপতি এমন বললেও স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, ‘দল হারতেই পারে। কিন্তু অ্যাপ্রোচ তো ঠিক থাকবে। ম্যাচে খেলার অ্যাপ্রোচ, শারীরিক ভাষা কিছুই ঠিক ছিল না। কোনোভাবেই না। প্রথম ৬ ওভারে সুবিধা থাকে। তখন মারতে গেলে উইকেট যাবে, সেটা স্বাভাবিক। কিন্তু দুটি উইকেট যাবার পর সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করেছে, সেখানেই তো ম্যাচ হেরে গেছি আমরা।’ 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh