১৪ শিক্ষার্থীর চুল কাটার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৩:৫১ পিএম

শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন। ফাইল ছবি

শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন। ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) ১৪ শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার প্রমাণ পেয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে গঠিত তদন্ত কমিটি। 

তদন্তে ভুক্তভোগী শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে ও সিসিটিভি ফুটেজ দেখে এর সত্যতা পাওয়া যায় বলে জানা গেছে।

এর আগে কমিটি সরেজমিনে তদন্ত করে গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলীর কাছে প্রতিবেদন জমা দেয়। 

তদন্ত প্রতিবেদনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে শুক্রবার (২২ অক্টোবর) সিন্ডিকেট সভা ডাকা হয়েছিল। সভায় আইনগত বিষয়গুলো পর্যালোচনার জন্য ১০ কার্যদিবস সময় নিয়ে সভা মূলতবি করা হয়। ঘটনা তদন্তে আগামী বুধবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি তদন্ত দল ক্যাম্পাসে আসার কথা রয়েছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে এ ঘটনার প্রতিবাদে ২৮ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা সব পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ শুরু করলে ৩০ সেপ্টেম্বর ফারহানাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসঙ্গে এ ঘটনা তদন্তের জন্য রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌসকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৬ সেপ্টেম্বর সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের পরীক্ষা ছিল। পরীক্ষা হলে প্রবেশপথে অভিযুক্ত ফারহানা ইয়াসমিন বাতেন এই কাজটি করেন।

এদিকে শিক্ষক ফারহানাকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh