গার্ডিয়ান লাইফের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৩:৫৪ পিএম

গার্ডিয়ান লাইফের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

গার্ডিয়ান লাইফের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

“অদম্য গার্ডিয়ান” স্লোগানকে সামনে রেখে সম্প্রতি কক্সবাজারে হোটেল সি প্যালেসে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক সেলস কনফারেন্স– ২০২১ অনুষ্ঠিত হয়েছে। 

দেশের বিভিন্ন জেলা থেকে আগত কোম্পানির ২৫০ জনের অধিক টপ পারফর্মার সেলস অ্যাডভাইজারগণ এই ইভেন্টে উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম, এফসিএ। 

অনুষ্ঠান পরিচালনা করেন হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান। 

অনুষ্ঠানে বক্তারা আগামীতে আরও মানসম্মত পলিসি সেলসের ব্যাপারে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে সামনের দিনগুলোতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি কাস্টমার সার্ভিস, গ্রাহকের সুবিধা এবং বেনেফিটের ব্যাপারে বিশেষ মনোযোগ দিতে বলেন। সেলস টিমকে আরও উদ্বুদ্ধ করতে কনফারেন্সে উপস্থিত ছিলেন কোম্পানির অন্যান্য বিভাগের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।      

কনফারেন্সে সারা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি, অগ্রগতি এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (আরবিডিএম), এরিয়া ম্যানেজার,  এবং ব্র্যাঞ্চ ম্যানেজারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০২০ সালের সেরা পারফর্মারদের পুরষ্কৃত করা হয় এবং ফোটোসেশনের আয়োজন করা হয়। 

সমাপনী বক্তব্যে শেখ রকিবুল করিম রিটেইল টিম এবং গার্ডিয়ান লাইফের সামগ্রিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং কোভিড মহামারির মধ্যেও ব্যবসায় অগ্রগতি ও নিয়মিত বিভিন্ন পদক্ষেপ বজায় রাখার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের বীমা শিল্পের বিকাশ ও অগ্রগতিতে গার্ডিয়ান লাইফ অগ্রদূত হিসেবে ভূমিকা রাখতে সক্ষম এবং প্রতিষ্ঠানটি সকল স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে একসঙ্গে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। 

তিনি আরও বলেন গার্ডিয়ান লাইফের উত্তরত্তর উন্নয়নের পেছনে স্কয়ার, ব্র্যাক এবং এপেক্সের সমষ্টিগত প্রচেষ্টার কথা।  মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক পরিবেশনা এবং চাঞ্চল্যকর র‍্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানটির ইতি টানা হয়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh