সুনামগঞ্জে বিদেশি মদসহ যুবক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৪:১৩ পিএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে এক মাদক কারবারি। ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে এক মাদক কারবারি। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখানো হয়।

গতকাল রবিবার (২৪ অক্টোবর) সদর থানার রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চিনাউর এলাকা থেকে আবু মুছা (১৯) নামের ওই আসামিকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম।

তিনি জানান, অপর আসামি মো. ইসমাইল মিয়া (২৭) পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh