বৃহস্পতিবার সব প্রাথমিক বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৫:৩০ পিএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২১, ১১:৪১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষা কর্মকর্তার হাতে শিক্ষক নির্যাতিত হওয়ার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের নেতারা। 

একইসাথে শিক্ষক নির্যাতনে অভিযুক্ত গোপালগঞ্জ সদরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র রায় ও জেলা শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহাকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নেতারা।

সোমবার (২৫ অক্টোবর) পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত পরিষদের এক সভায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে সব প্রাথমিক বিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছেন নেতারা। 

মনোজ কান্তি বিশ্বাস

পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও ঢাকা মহানগরী শাখার সভাপতি এম এ ছিদ্দিক মিয়া বলেন, প্রাথমিক শিক্ষকেরা তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ না থাকায় প্রাথমিক শিক্ষকদের ওপর নানা ধরনের বর্বরতা নেমে এসেছে। গোপালগঞ্জ সদর উপজেলার শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসের ওপর কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার অমানবিক আচরণ ও তাকে লাথি, কিল, ঘুষি মারার প্রতিবাদে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ ২৮ অক্টোবর দুপুর দুইটা থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালনের আহ্বান জানাচ্ছি। দেশের সব সৎ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষক লাঞ্চিত ঘটনার প্রতিবাদে অর্ধদিবস কর্মবিরতি সফল করার লক্ষ্যে সমর্থন করার আহ্বান জানাই। আশা করি পরবর্তীতে শিক্ষক সংগঠনগুলো এগিয়ে আসবে।

নেতারা শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে অভিযুক্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবিলম্বে প্রত্যাহার ও  শাস্তির আওতায় আনার দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh