কাস্টমসে সহকারী কমিশনার পদে ৮৪ জনের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৯:২০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কাস্টমস ও আবগারি বিভাগের ৮৪ সহকারী কমিশনারকে উপ-কমিশনার পদে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (২৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির উপসচিব আহসান হাবিব স্বাক্ষরিত আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা সৈয়দ এ মুমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী কমিশনার থেকে উপ-কমিশনার পদে পদোন্নতি প্রাপ্তরা

মোহাম্মদ সাজেদুল হক, আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ, এস এম কবিরুল ইসলাম, কাজিয়া সুলতানা, অনুপম চাকম, নাজমুন নাহার, সুরাইয়া সুলতানা, দিপা রানী হালদার, মো. শহিদুজ্জামান সরকার, সাগর সেন, মো. শামীম উল আলম, মোহাম্মদ হাবিবুর রহমান, চৌধুরী মারইয়াম মাকসুরাত, সানজিদা খানম, এ কে এম খায়রুল বাসার,আলী রেজা হায়দার, নিপুণ চাকমা, কানিজ ফারহানা শিমু, মোহাম্মদ কাউছার আলম পাটওয়ারী, মিতুল বণিক, তানভীর আহম্মেদ, প্রভাত কুমার সিংহ, এইচ এম আহসানুল কবীর, নূর-এ- হাসনা সানজিদা অনসূয়া, মো. ইফতাখার আলম ভূঁইয়া, মুনাওয়ার মুরসালীন, মো. আল আমিন, আসমা আক্তার, পূরবী সাহা, মোহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ মাহফুজ আলম, নাসরিন আকতার ইতি, মোছাম্মদ আয়শা সিদ্দিকা, আবদুল্লাহ আল মামুন, মো. মাহবুবুর রহমান, ওমর মবিন, নাজমা জ্যাবিন, শাকেরা খাতুন, পারভেজ-আল-জামান, হাবীবুর রহমান, মো. নেয়ামুল হাসান, মো. কেফায়েত উল্যাহ মজুমদার, মো. নুরুল বাসির, মো. সোলাইমান হোসেন, মো. তারেক মাহমুদ, মো. জাকির হোসেন, মুনমুন আকতার দিনা, খাদিজা পারভীন সুমী, তানজিলা ইয়াছমিন ও মো. বায়জিদ হোসেন।

অন্যরা হলেন মো. আবুল কালাম আজাদ, প্রিয়াংকা দাস শিপু, মমিনুল ইসলাম, মুহাম্মদ মহিউদ্দিন, মো. মিজানুর রহমান, মো. আব্দুল বাতেন, মাধব বিকাশ দেব রায়, অনুরূপা দেব, মো. সাজ্জাদ হোসেন, মো. আব্দুল হান্নান, জেবুন্নেছা, মনোয়ারা আক্তার, আনজুমান আরা আক্তার, নুরুন নাহার লিলি, দ্বৈপায়ান চাকমা, আহমেদুর রেজা চৌধুরী, এইচ এম কবির, তৃপ্তি রায়, আরজিনা খাতুন, মির্জা রাফেজা সুলতানা, মোহাম্মদ সাইফুর রহমান, শেগুফতা মাহজাবীন, শেখ মো. মাসুদুর রহমান, রেজাউল করিম, শরীফ মোহাম্মদ ফয়সাল, জুয়েলা খানম, কাজী রায়হানুজ্জামান, মো. বিল্লাল হোসেন, উম্মে নাহিদা আক্তার, মো. আবুল কাশেম, সন্তোস সরেন, মো. আমিনুল ইসলাম ও রবীন্দ্র কুমার সিংহ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh