রশিদ-মুজিবের ঘূর্ণিতে ৬০ রানে অলআউট স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১১:১৭ পিএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২১, ১১:২৮ পিএম

ব্যাট হাতে রানের পাহাড় গড়ার পর বোলিং নৈপুন্য দেখাল রশিদ খানরা। মুজিবের পাঁচ উইকেটে ধসে পড়ল স্কটিশ টপ অর্ডার। চার উইকেট তুলে লেজটা মুড়ে দেওয়ার কাজ সারলেন রশিদ। তাতে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১৩০ রানের দাপুটে জয় পেয়েছে আফগানরা।

আফগানিস্তানের ছুঁড়ে দেয়া ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ড খেলতে পেরেছে কেবল ১০.২ ওভার। পুরো ৯.৪ ওভার বাকি রয়ে গেছে। এর মধ্যেই শুরু থেকে মুজিব-উর রহমানের মায়াবী ঘূর্ণির ফাঁদে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে স্কটিশরা।

মাঝপথে এসে উইকেট শিকারে যোগ দিলেন রশিদ খান। তার করা মাত্র ২.২ ওভারেই ৪টি উইকেটের পতন। ১১তম ওভারের প্রথম দুই বলেই পরপর দুই উইকেটের পতন ঘটলো রশিদের বলে। পরের ম্যাচের নিজের করা প্রথম ওভারের প্রথম বলেই উইকেট পেলে হ্যাটট্রিক হয়ে যাবে রশিদের।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh