ম্যারাডোনার স্মরণে বার্সা ও বোকা জুনিয়র্স ম্যাচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৬:০৮ পিএম

দিয়াগো ম্যারাডোনার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে একটি ম্যাচ খেলবে বার্সেলোনা।

সোমবার (২৬ অক্টোবর) স্প্যানিশ ক্লাবটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ‘মারাদোনা কাপ’ নামে ম্যাচটি হবে আগামী ১৪ ডিসেম্বর।

বোকা জুনিয়র্সও নিশ্চিত করেছে, এই ম্যাচে তারা অংশ নেবে। ম্যাচটি হবে সৌদি আরবের রিয়াদের মারসুল পার্কে।

কার্ডিয়াক অ্যারেস্টে গত বছরের ২৫ নভেম্বর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক মারাদোনা। বয়স হয়েছিল ৬০ বছর।

সমৃদ্ধ ক্যারিয়ারে বার্সেলোনা ও বোকা জুনিয়র্সের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। দুটি ক্লাবের হয়েই জিতেছেন শিরোপা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh