ভারতে ইলিশ রপ্তানির সময় বাড়ল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৮:০৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির সময় বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ নভেম্বর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি করা যাবে। 

দুর্গাপূজা উপলক্ষ্যে সেপ্টেম্বর মাসে দু'দফায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে মোট ৪৬০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৫২টি প্রতিষ্ঠানকে ১০ অক্টোবর এবং ৬৩টি প্রতিষ্ঠানকে ৩ অক্টোবর পর্যন্ত রপ্তানির সময়সীমা বেঁধে দেয়া হয়।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বছর ইলিশের প্রজনন মৌসুম ৪-২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে পারেনি।

"এ বিবেচনায় অনুমোদনকৃত অবশিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। ইলিশ রপ্তানির ক্ষেত্রে আরোপিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে", যোগ করা হয়েছে এতে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh