ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ২ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৮:২৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের সিনোফার্মের আরও দুই লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে সেগুলো বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এ টিকা উপহার দিয়েছে চায়না রেড ক্রস। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব এবং সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দর থেকে টিকাগুলো বুঝে নেন।

গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ৮ মাস ধরে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে।

সোমবার (২৫ অক্টোবর) পর্যন্ত সারাদেশে ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ জনকে টিকা দেয়া হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৮৮ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৮ লাখ ৬২ হাজার ৬৫ জন।

এসময়ে অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩৭ লাখ ২৩ হাজার ১৩০ ডোজ, ফাইজারের ৬ লাখ ৬ হাজার ১৮৭ ডোজ, সিনোফার্মের ৪ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৩২৫ ডোজ এবং মডার্নার ৫২ লাখ ৪ হাজার ১১১ ডোজ টিকা মানুষকে দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh