ব্যাটিং নিয়ে হতাশ মাহামুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৯:১৪ পিএম

মাহামুদউল্লাহ রিয়াদ

মাহামুদউল্লাহ রিয়াদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং নিয়ে সংগ্রাম করতে হচ্ছে বাংলাদেশকে। ইংল্যান্ডের বিপক্ষেও দেখা গেল তার নমুনা। ইংলিশ বোলিং তোপের মুখে ১২৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

চলতি বিশ্বকাপের শুরু থেকে রান আসছে না ওপেনিং জুটি থেকে। একই সঙ্গে রানের দেখা পাচ্ছে না মিডল অর্ডার। বড় কোনো জুটিও দাঁড়াতে পারছে না।

ব্যাটিং ইউনিটের দুর্বলতা নিয়ে হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় হতাশা লুকাননি টাইগার অধিনায়ক।

রিয়াদ বলেন, ‘অবশ্যই আমাদের ব্যাটিং নিয়ে খুবই হতাশ। উইকেট খুবই ভালো ছিল কিন্তু আমরা ভালো শুরু করতে পারিনি। মাঝেও কোনো পার্টনারশিপ গড়তে পারিনি। আমাদের ভালো শুরুর ক্ষেত্রে সমস্যা আছে।

‘পাওয়ার হিটারের চেয়ে দলে অভিজ্ঞ হিটার রয়েছে। এটি পরিবর্তন করা উচিত হবে না। কারণ এতে বড় পুঁজি পাব বলে আমার বিশ্বাস। এটি আবার মূল্যায়ন করতে হবে আর ভালো একটি পরিকল্পনায় আসতে হবে।’

টানা দুই হারে সেমির আশা এখন ম্লান মাহমুদুল্লাহ বাহিনীর। শেষ চারে খেলতে পরের তিন ম্যাচে অনেক বড় ব্যবধানে জয় ছাড়া কোনো রাস্তা খোলা নেই বাংলাদেশের সামনে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh