মুক্ত হয়েও যা করতে পারবেন না আরিয়ান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ১১:৫৭ এএম

আরিয়ান খান। ছবি: সংগৃহীত

আরিয়ান খান। ছবি: সংগৃহীত

মাদক মামলায় গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জামিন পেয়েছেন আরিয়ান খান। তবে মুম্বাই হাইকোর্টের আদেশের কপি কারাগারে না পৌঁছায় কারামুক্ত হননি শাহরুখপুত্র। শুক্রবার আদালতের আদেশের কপি পাওয়ার পরই জেল থেকে মান্নাতের উদ্দেশে রওনা দিতে পারবেন আরিয়ান। তবে আরিয়ানের কারামুক্তির বিপরীতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন আদালত। সেসব শর্ত মানলেই তার জামিন বহাল থাকবে।

বিদেশ ভ্রমণ

ভারতের মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) দেওয়া শর্ত অনুসারে, বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে আরিয়ানকে। এনসিবির নির্দেশে বলা আছে, ‘অভিযুক্ত বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।’

দেশের মধ্যে ভ্রমণ

বিদেশের মতো দেশের বিভিন্ন জায়গায় চাইলেও যেতে পারবেন না আরিয়ান। মুম্বাই ছেড়ে অন্য কোথাও যেতে হলে তদন্ত কর্মকর্তাকে জানাতে হবে।

মামলার বিষয়ে বিবৃতি

জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে প্রমোদতরীর মাদক-মামলার আদালতে হওয়া কথোপকথন বলতে পারবেন না আরিয়ান। এ নিয়ে নেটমাধ্যমেও লিখতে পারবেন না তিনি।

সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ

জেল থেকে বেরিয়ে সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা রয়েছে এনসিবির।

এছাড়াও প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা, তদন্তে অসহযোগিতা করতে পারবেন না আরিয়ান খান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh