স্মার্টফোন পরিষ্কার করবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০১:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তির এই যুগে স্মার্টফোন ছাড়া চলেই না। ফোন হলো হাতের মোবাইল কম্পিউটিং যন্ত্র।  তবে সারাক্ষণ ব্যবহারের ফলে ফোন অপরিষ্কার হয়ে পড়ে খুব দ্রুত। 

একটি গবেষণায় দেখা যায়, টয়লেটের সিটে যে পরিমাণ জীবাণু থাকে, তার চেয়ে ১০ গুণ বেশি জীবাণু থাকে মোবাইল ফোনে। ফলে নিয়মিত ফোন পরিষ্কার করা উচিত।

চলুন জেনে নেয়া যাক যেভাবে স্মার্টফোন পরিষ্কার করা যায়-

  • প্রথমেই আপনার ফোনটি বন্ধ করে নিন।
  • ফোনের সঙ্গে কাভার, চার্জার, ডাটা কেবল অথবা অন্য কোনো কিছু লাগানো থাকলে সেটা খুলে নিন।
  • আপনার মোবাইল ফোনটি ওয়াটারপ্রুফ কি না সেটা একটু জেনে নিন। যদি ওয়াটার প্রুফ হয় তাহলে পানি ব্যবহার করতে পারবেন। না হলে ভেজা কাপড় কিংবা ওয়েট টিস্যু ব্যবহার করতে হবে।
  • এক্ষেত্রে অবশ্যই নরম কাপড় ব্যবহার করুন। বেশি শক্ত কাপড় ব্যবহারে আপনার ফোনের স্ক্রিনে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। এ উপায়ে আপনার অন্যান্য ডিভাইস যেমন- ট্যাব, ল্যাপটপ, স্মার্ট ঘড়ি, ডেস্কটপ স্ক্রিন, ক্যামেরা, এমনকি চশমাও পরিষ্কার করতে পারবেন।
  • প্রথমে শুকনো কাপড় দিয়ে আগে ভালোভাবে ফোনের স্ক্রিন এবং চারপাশ মুছে নিন।
  • এরপর ক্ষার নেই এমন সাবান নিন। সেটার সঙ্গে প্রয়োজনমতো পানি মিশিয়ে লিকুইড তৈরি করুন। লিকুইডে এক টুকরো নরম মসৃণ কাপড় ভিজিয়ে নিন। কাপড় নিংড়ে অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলুন।
  • ভেজা কাপড় দিয়ে ফোনের ওপর, নিচ ও পাশের অংশ মুছুন। কোনো জায়গায় ময়লা শক্তভাবে লেগে থাকলে হালকা হাতে বারবার ঘষুন। ফোনকে সরাসরি সাবান-পানির মিশ্রণে ডোবাবেন না।
  • সিমকার্ড হোল্ডারটি ফোন থেকে বের করে সিম, মেমোরি কার্ড খুলে রাখুন। সিমের ওপর-নিচটা হালকা করে মুছে নিন।
  • সাবান-পানির মিশ্রণে কটনবাড ডুবিয়ে নিন। আঙুল দিয়ে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলুন। সিমকার্ডের ট্রে কটনবাড দিয়ে সাবধানে পরিষ্কার করুন। প্রয়োজনে টুথপিক দিয়ে সিমকার্ড ঢোকানোর স্থানের ময়লা বের করতে পারেন।
  • শুকনো কাপড় দিয়ে সিমকার্ডের ট্রে এবং পুরো ফোনটি আরেকবার ভালোভাবে মুছে নিন। সেটাকে ফোনে ঢুকিয়ে মোবাইল ফোনটি চালু করুন।
  • এছাড়াও আপনার স্মার্টফোনটি জীবাণুমুক্ত রাখতে হাতে কিছুটা স্যানিটাইজার নিয়ে পুরো ফোনটি মুছে নিন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh