বাংলাদেশ সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০২:০৯ পিএম

আইনমন্ত্রী অ্যাডভোকেট অনিসুল হক

আইনমন্ত্রী অ্যাডভোকেট অনিসুল হক

আইনমন্ত্রী অ্যাডভোকেট অনিসুল হক বলেছেন, বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না। 

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় ভারত সরকার কর্তৃক উপহার হিসাবে দেয়া ২টি এ্যাম্বুলেন্সের হস্তান্তর উপলক্ষে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে জাতির জনকের আদর্শ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। 

আইনমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বঙ্গবন্ধু আমাদের যে সংবিধা দিয়েছেন সে সংবিধানের কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। 

বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী তার বক্তৃতায় বলেন, ভারত তার সাধ্য অনুযায়ী বাংলাদেশ সরকারকে সহায়তা করতে প্রতিশ্রুতি বদ্ধ। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার আনিসুর রহমান, সিভিল সার্জন একরামউল্লাহ, জেলা প্রশাসক হায়াত উদ দ্দৌলা খান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh