খাগড়াছড়িতে বিএনপি নেতা এখন নৌকার প্রার্থী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০৩:২১ পিএম

নৌকার প্রার্থী আব্দুল বারেক

নৌকার প্রার্থী আব্দুল বারেক

খাগড়াছড়ির দীঘিনালায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেককে  নৌকার মনোনয়ন দেয়ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কবাখালি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন। 

এসময় লিখিত অভিযোগে তিনি বলেন, ‘বিএনপির সাবেক নেতা আব্দুল বারেক আওয়ামী লীগ নেতাদের উপর হামলা নির্যাতন করে এলাকা ছাড়া করেছে। আব্দুল বারেক বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ২০১৪ সালে নির্বাচনী কেন্দ্রের সংগ্রাম কমিটির সদস্য ছিলেন। 

এছাড়া তার দুই সহোদর বিএনপির বর্তমান সাংগঠনিক ও প্রচার সম্পাদক। দলের ত্যাগী নেতাদের মনোনয়ন না দিয়ে অনুপ্রবেশকারীকে মনোনয়ন দেয়া হয়েছে। এজন্য উপজেলা আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি। 

এসময় তিনি আব্দুল বারেকের মনোনয়ন বাতিল করে ত্যাগী নেতাদের মূল্যায়নের  দাবি জানান। 

এই বিষয়ে জানতে চাইলে নৌকা মনোনীত প্রার্থী আব্দুল বারেক জানান, ‘আমি একসময় বিএনপি করতাম। ২০১৪ সালে আওয়ামী লীগের যোগদান করেছি। এবার নৌকার প্রতীক পেয়েছি, তাই চেয়ারম্যান পদে নির্বাচন করছি।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh