তারুণ্যের কবিতা

প্রদর্শনী

মাহমুদা স্বর্ণা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০৩:৫৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আশ্বিনেই শিশির জমা শুরু হয় যেসব বাতাবি হৃদয়ে
তাদের চোখে দেখে নিই আকাশে উড়োজাহাজের এক্সিবিশন
যদিও মূহূর্ত শুষে নিতে চায়-সেইসব দৃষ্টির মোহগ্রস্ততা
আর কতগুলো দীর্ঘশ্বাসে বাড়ে না পৃথিবীর প্রাক্তন ঘনত্বও
তবু কী যেনো পৌছে যায় ঐ অনীল আকাশে
ডাকতে ইচ্ছে করে অথচ কোন নাম নেই
এমন অর্থবিহীনতায় সমস্ত অর্থ লুকিয়ে গেলে
চোখ বুজলেই দেখা যায় রাতের কার্তিক
পৃথিবীকে পৃথিবী ভাবাই যার ভ্রম ছিলো

শুকোতে থাকে কুয়োর পানি
ভয় বাষ্প হয়ে উড়ে আসে আমাদের গালে
কতোসব বিভ্রান্তি! নক্ষত্রে জমা কুয়াশায় 
পৃথিবী এক রহস্যপ্রিয় প্রদর্শনী
শীতমোজা পরে চলো তাকে দেখে আসি দূর থেকে

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh