ভিনিসিয়াসকে বাদ দিয়ে ব্রাজিলের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ১১:২৮ পিএম

ফিলিপে কৌতিনিয়ো

ফিলিপে কৌতিনিয়ো

বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের জন্য দলে পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ তিতে। রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে থাকার পরও ভিনিসিউস জুনিয়রকে দলে রাখেননি কোচ। দলে যায়গা পেয়েছেন ফিলিপে কৌতিনিয়ো।

শুক্রবার (২৯ অক্টোবর) নভেম্বরের আন্তর্জাতিক সূচির জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন তিতে।

চোট কাটিয়ে দীর্ঘ সময় পর বার্সেলোনা দলে ফিরলেও এখনও নিজের সেরা অবস্থার কাছাকাছিও আসতে পারেননি আক্রমণাত্মক মিডফিল্ডার কৌতিনিয়ো। তারপরও জাতীয় দলের কোচের আস্থা অর্জন করতে পেরেছেন তিনি। দলে ফেরাদের মধ্যে আরেকটি বড় নাম লিভারপুলের স্ট্রাইকার রবের্তো ফিরমিনো।

ফরোয়ার্ড ভিনিসিউস অবশ্য রিয়ালের জার্সিতে মৌসুমের শুরু থেকেই দারুণ খেলছেন। তাই তাকে বাইরে রাখার সিদ্ধান্ত কিছুটা অবাক করার।

আগামী ১২ নভেম্বর কলম্বিয়ার মাঠে খেলতে যাবে ব্রাজিল। এর পাঁচ দিন পর তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে গত সেপ্টেম্বরে ব্রাজিলের মাঠে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে সাও পাওলোয় শুরুর পাঁচ মিনিট পরই স্থানীয় স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় ম্যাচটি। সেটি নিয়ে তদন্ত করছে ফিফা। এর মাঝেই আর্জেন্টিনার মাঠে হতে যাচ্ছে ফিরতি লেগ।

প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছেন গ্রেমিওর গোলরক্ষক গাব্রিয়েল শাপেকো। এবারের স্কোয়াডে তিনিই একমাত্র ব্রাজিলিয়ান লিগে খেলা ফুটবলার। বাদ পড়েছেন গোলরক্ষক ওয়েভেরতন।

আগের মতোই দলের বাইরে আছেন ডিফেন্ডার দানি আলভেস। বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিভুক্ত না থাকায় খেলার বাইরে আছেন তিনি।

ব্রাজিল ও আর্জেন্টিনা সমান ১১টি করে ম্যাচ খেলেছে। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তিতের দল। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিওনেল স্কালোনির দল।

আগামী রাউন্ডে জিতলেই কাতারের টিকেট নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ব্রাজিলের।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন, গাব্রিয়েল শাপেকো, এদেরসন

ডিফেন্ডার: দানিলো, আলেক্স সান্দ্রো, এমেরসন রয়াল (টটেনহ্যাম হটস্পার), এদের মিলিতাও, লুকাস ভেরিসিমো, মার্কিনিয়োস, চিয়াগো সিলভা, রেনান লোদি

মিডফিল্ডার: কাসেমিরো, ফাবিনিয়ো, ফ্রেদ, জেরসন, লুকাস পাকেতা, ফিলিপে কৌতিনিয়ো

ফরোয়ার্ড: নেইমার, আন্তোনি, রাফিনিয়া, গাব্রিয়েল জেসুস, মাথেউস কুইয়া, রবের্তো ফিরমিনো

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh