ম্যাচ হেরে যা বললেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ১১:৪৪ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২১, ১২:৫৯ পিএম

সংবাদ সম্মেলনে মাহামুদউল্লাহ

সংবাদ সম্মেলনে মাহামুদউল্লাহ

শেষ বলে ৪ রান অসম্ভব কিছু নয়। থিতু ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে থাকায় আশা ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত রানই নিতে পারেননি অধিনায়ক। দল হেরে যায় ৩ রানে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হৃদয় ভাঙা এই হারের পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্রাহ কাঠগড়ায় দাঁড় করালেন নিজেকেই।

তিনি বলেন, শেষ বলটা আমি জানতাম যে, রাসেল ব্লক হোলে করবে। কারণ, লেগ সাইডে যেহেতু (সীমানায়) চারটা ফিল্ডার ছিল। আগের দুইটা বলও ভালো ইয়র্কার করেছিল, সেগুলো আমি তুলতে পারিনি। চিন্তা করছিলাম যে, যদি একটু জায়গা করি বা ও যদি (লেংথ) মিস করে, তাহলে মিড-অফের ওপর দিয়ে মারতে পারি। বা যদি ও মিস করে (লেংথ), তাহলে কাভার, পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়েও (চার) মারতে পারি। এটা আমার দোষ, আমি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি ওই শেষ বলটায়।’

রাসেলের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। বাংলাদেশ নিতে পারে কেবল ৯। শেষ ওভারে জীবনও পান মাহমুদউল্লাহ, ক্যারিবিয়ানদের আলগা ফিল্ডিংয়েও ম্যাচ জয়ের সুযোগ আসে বাংলাদেশের। কিন্তু পারেননি মাহমুদউল্লাহরা।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh