বঙ্গবন্ধু জিমন্যাস্টিক্সে চ্যাম্পিয়ন উজবেকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ০৯:৩৯ পিএম

বঙ্গবন্ধু আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণকারী উজবেকিস্তানের জিমন্যাস্টিক্সরা

বঙ্গবন্ধু আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণকারী উজবেকিস্তানের জিমন্যাস্টিক্সরা

বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ উজবেকিস্তানের প্রাধান্যের মধ্য দিয়ে শেষ হয়েছে।

ছয় দেশের অংশগ্রহণে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৯ স্বর্ণ, ১১ রৌপ্য ও ৮ ব্রোঞ্জসহ মোট ৩৮ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে উজবেকিস্তান।

দ্বিতীয় হয়েছে ভারত। তাদের সংগ্রহ ৩ স্বর্ণ, ৯ রৌপ্য ও ১২ ব্রোঞ্জসহ ২৪টি পদক। ১ রৌপ্য ও ৩ ব্রোঞ্জসহ ৪ পদক পেয়ে তৃতীয় হয়েছে স্বাগতিক বাংলাদেশ।

শ্রীলংকা ১ রৌপ্য ও ১ ব্রোঞ্জ পদক জয় করেছে। পাকিস্তান ও নেপাল কোন পদকের দেখা পায়নি।

প্রতিযোগিতার তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে দুটি পদক জিতেছেন রাজিব চাকমা। শনিবার সকালে দিনের প্রথম ইভেন্ট পুরুষ(জুনিয়র) ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজে ১২.১০ স্কোর গড়ে রৌপ্য পদক জয় করেন রাজিব।

এরপর ভোল্টিং টেবিল ইভেন্টে ব্রোঞ্জ পদকও জয় করেন তিনি। ভারতীয় প্রতিপক্ষকে .০৪ পয়েন্টে হারিয়ে দেশকে ফ্লোর ইভেন্টের রৌপ্য পদক উপহার দেন এ জিমন্যাস্ট।

এ ইভেন্টে উজবেকিস্তানের বয়সারভ আলিশের (১২.৫০) স্বর্ণ এবং ভারতের প্রনব কুশওয়াহা (১২.০৬) ব্রোঞ্জ পদক পেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh