কুতুবদিয়ায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২ জেলে

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৯:২২ এএম

চিকিৎসাধীন দগ্ধ জেলেরা। ছবি : কক্সবাজার প্রতিনিধি

চিকিৎসাধীন দগ্ধ জেলেরা। ছবি : কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জেলে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গতকাল শনিবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের অলিপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম।

তিনি জানান, দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণে যায় আনসার মিস্ত্রির মালিকানাধীন ফিশিং ট্রলারটি। পরে বিকেলে মাছ নিয়ে অলিপাড়া ঘাটে ভিড়ে। পৌনে ১১টার দিকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জেলে দগ্ধ হয়েছে। তাদের কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইসও জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধ ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। সেখানে কয়েকজনের  অবস্থা আশঙ্কাজনক।

 কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার খান বলেন, শনিবার রাতে সমুদ্রে মাছ ধরা শেষে আনসার হোসেনের মালিকাধীন ট্রলারটি তীরে ফিরছিল। ট্রলারটি উলিচর পয়েন্টে পৌঁছামাত্র আকস্মিক ‘গ্যাস সিলিন্ডারে’ বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারে আগুন লেগে যায়।

তিনি বলেন, সিলিন্ডারের আগুন ট্রলারে থাকা তেলের ড্রামের সংস্পর্শে আসলে মুহূর্তেই তা পুরো ট্রলারে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা ১২ জন জেলের গায়ে আগুন ধরে যায়। পরে তারা আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপ দেন।

তিনি আরও বলেন, এসময় ঘটনাস্থলের পাশে অবস্থানকারী অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh