মেঘনা নদীতে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৯:৪২ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। 

নিহতরা হলেন বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের খুরশিদ মিয়ার ছেলে জুয়েল (৩৫) ও নরসিংদী জেলা সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ফরিদ মিয়া (৪৫)।

গতকাল শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মরিচাকান্দি এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি নিম্চিত করেছেন।

তিনি বলেন, রাতে স্পিডবোটটি ১০/১২জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে আসছিল। পথিমধ্যে একটি স্টিলের খালি ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এসময় সবাই প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত অবস্থায় জুয়েল ও ফরিদ মিয়াকে উদ্ধার করা হয়। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে জুয়েলের ও নরসিংদী নেয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়। 

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার পর থেকে স্পিডবোট চালককে খুঁজে পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh