আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে আসামির জবানবন্দি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১০:৫৯ এএম

আসামি রাশেদুজ্জামান অন্তর। ছবি : নোয়াখালী প্রতিনিধি

আসামি রাশেদুজ্জামান অন্তর। ছবি : নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে মীরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছায়েদ ভূঞা রিপনকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, গতকাল শনিবার (৩০ অক্টোবর) জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমদাদুল হক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি রেকর্ড করেন।

আসামি রাশেদুজ্জামান অন্তর (২২) বেগমগঞ্জ উপজেলার তালুয়া চাঁদপুর গ্রামের মৃত নূর হোসেন আজগরের ছেলে।

পুলিশ সুপর বলেন, আওয়ামী লীগ নেতা রিপনকে হত্যার ঘটনায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি।  

উল্লেখ্য, গত বুধবার দিবাগত গভীর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের বারিয়াহাট গাছতলায় রিপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তার সাথে থাকা আড়াই লাখ টাকাও লুট করে নিয়ে যায়। রিপন (৫০) উপজেলার মিরওয়ারিশ ইউনিয়ন আওয়ামী লীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালুয়া চাঁদপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত রফিক ভূঁইয়ার ছেলে। 

এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে গত শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও সাত-আটজনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh