এডেন বিমানবন্দরের কাছে বিস্ফোরণে নিহত ১২

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১১:২০ এএম

বিস্ফোরণের পর উদ্ধার কাজ শুরু করেন জরুরি সেবাকর্মীরা। ছবি : এএফপি

বিস্ফোরণের পর উদ্ধার কাজ শুরু করেন জরুরি সেবাকর্মীরা। ছবি : এএফপি

ইয়েমেনের এডেন বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছে ঘটা এই বিস্ফোরণে আহত হয়েছে আরও কয়েকজন। 

গতকাল শনিবার (৩০ অক্টোবর) এ ঘটনা ঘটে। তবে এটি হামলা নাকি দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাইরের গেইটে ছোট একটি ট্রাকে এই বিস্ফোরণ ঘটে। ট্রাকটিতে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ছিল। হঠাৎ বিকট শব্দে ঘটে কেঁপে উঠে আশপাশ। এতে অনেক বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে যায়।

এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এ ঘটনায় ১২ জন মারা গেছেন। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে কারণ এখনও অজানা রয়ে গেছে। 

চলতি মাসের শুরুতে শহরের গভর্নরের গাড়িবহর লক্ষ্য করে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ছয়জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়। হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান গভর্নর।

এডেন বন্দর নগরীতে দীর্ঘদিন ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুদ্ধ চলছে ইরান সমর্থিত সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠীর। -আল জাজিরা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh