জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৩:৪৫ পিএম

মানববন্ধন কর্মসূচি

মানববন্ধন কর্মসূচি

কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজনে করে সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সনাকের নেতৃবৃন্দসহ পরিবেশবিদরা অংশ নেয়। 

এ সময় সনাকের সদস্য সনাকের সহ-সভাপতি নাসরিন ইসলাম, সদস্য এম আব্বাস উদ্দিন আহম্মেদ, হাবিবুর রহমান, উই এর পরিচালক শরিফা খাতুন, সুজনের আমিনুর রহমান টুকু, সনাকের সদস্য হাফিজুর রহমান, এন এম শাহজালালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, জলবায়ু বিষয়ক নীতি নির্ধারণে জীবাশ্ম জ্বালানি কোম্পানিদের অনৈতিক হস্তক্ষেপ বন্ধ, জলবায়ু জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতসহ ১৪ দফা দাবি পেশ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh