সাবেক আফগান অধিনায়কের অবসর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৫:৪৭ পিএম

আসগর আফগান। ছবি: সংগৃহীত

আসগর আফগান। ছবি: সংগৃহীত

আফগানদের সাবেক অধিনায়ক আসগর আফগান নামিবিয়ার বিপক্ষে শেষবারের মতো আজ মাঠে নেমেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে সব থেকে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড রয়েছে আসগরের দখলে।

গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন আসগর। তার সিদ্ধান্তকে সম্মান জানানোর পাশাপাশি দেশের হয়ে অবদান রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। সে ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি আসগর। পাকিস্তানের বিপক্ষে শেষের নাটকীয়তায় হেরে যাওয়ার দিনে ৭ বলে করেন ১০ রান।

নামিবিয়ার বিপক্ষে নামার আগ পর্যন্ত কুড়ি ওভারের ফরম্যাটে মোট ৭৪ ম্যাচে ২১.৭৯ গড় এবং ১১০.৩৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৩৫১ রান করেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

ওয়ানডেতে ১১৪ ম্যাচে করেছেন ২ হাজার ৪২৪ রান। ব্যাটিং গড় ২৪.৭৩। অন্যদিকে সাদা পোশাকে খেলা ৬ ম্যাচে ৪৪ গড়ে করেছেন ৪৪০ রান।

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড আসগরের। ৫২ ম্যাচের মধ্যে ৪২টিতেই দেশকে জিতিয়েছেন এই ক্রিকেটার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh