করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৫:৫৬ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২১, ০৬:২৬ পিএম

করোনা পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন এক নারী। ফাইল ছবি

করোনা পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন এক নারী। ফাইল ছবি

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের।

গতকাল শনিবার ৮ জনের মৃত্যু এবং ১৬৬ জনের করোনা শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসাবে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।

রবিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে দেশে করোনায় মোট ২৭ হাজার ৮৬৮ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। ১৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। 

মৃতদের মধ্যে পুরুষ ২ জন এবং নারী ৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে। তবে দেশের বাকি বিভাগে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh