ফরিদপুরে বিলুপ্তপ্রায় হুতোমপ্যাঁচা উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৭:১৪ পিএম

হুতোমপ্যাঁচা

হুতোমপ্যাঁচা

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়  বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী হুতোমপ্যাঁচা আহত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় এলাকাবাসী। 

রবিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি এলাকা থেকে অসুস্থ অবস্থায় হুতোমপ্যাঁচাটি উদ্ধার করা হয়। 

কানখড়দি গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. হাসান মিয়া বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে কুমার নদীর পাড়ে অসুস্থ অবস্থায় হুতোমপ্যাঁচাটিকে পড়ে থাকতে দেখি। এসময় তার পুরো শরীর ভেজা ছিলো। অসুস্থ অবস্থায় ঝিমাতে দেখে প্যাঁচাটি উদ্ধার করি। 

খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের নির্দেশে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালের এলএসএ মো. বাশার ও ফুডারগার্ড সবুর মোল্লা প্যাঁচাটি উদ্ধার করে। এরপর উপজেলা প্রাণী সম্পদ ও ভ্যাটেনারি হাসপাতালে এনে প্যাঁচাটিকে চিকিৎসা দেয়া হয়। 


এ ব্যাপারে বোয়ালমারী উপজেলার প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালের প্রধান কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকার  বলেন, প্যাঁচাটিকে আনা হয়েছে। অসুস্থতার কারণ নির্ণয় করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, বিষয়টি জানার সাথে সাথে প্রাণী ও পশু সম্পদ কর্মকর্তাকে প্যাঁচাটিকে উদ্ধার ও চিকিৎসা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়। তার শারীরিক অবস্থা বিবেচনা করে সুস্থতার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh