টস হেরে ব্যাটিংয়ে ভারত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৭:৪৯ পিএম

দুবাইয়ে মুখোমুখি দুই পরাশক্তি ভারত আর নিউজিল্যান্ড

দুবাইয়ে মুখোমুখি দুই পরাশক্তি ভারত আর নিউজিল্যান্ড

দুই দলেরই প্রথম ম্যাচ ছিলো পাকিস্তানের বিপক্ষে। দুই দলই পাকিস্তানের কাছে হেরেছে নিজেদের প্রথম ম্যাচ। রবিবার (৩১ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড।

হাইভোল্টেজ ম্যাচ, যেটিকে ভাবা হচ্ছে বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনাল। দুবাইয়ে মুখোমুখি দুই পরাশক্তি ভারত আর নিউজিল্যান্ড।

ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের। ভারতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে দুই দলেরই রয়েছে সমান ৮টি করে জয়। আর পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচটি। আজ ১৮তম ম্যাচে যারা জিতবে, তারাই এগিয়ে যাবে মুখোমুখি পরিসংখ্যানে।

তবে এক্ষেত্রে খানিক এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার (২০০৭ ও ২০১৬) ভারতের মুখোমুখি হবে দুইবারই জিতেছে কিউইরা। তাই আজ ভারতের সামনে বিশ্বকাপে কিউইদের প্রথমবার হারানোর মিশন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh