সেফটিক ট্যাংকে নেমে ২ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৯:১১ পিএম

সেফটিক ট্যাংক

সেফটিক ট্যাংক

কক্সবাজারের উখিয়ায় সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এতে এক রোহিঙ্গা আহত হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টার দিকে বালুখালি শরণার্থী ক্যাম্প ৮ এর ব্লক-বি ২৩ এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বালুখালি শরণার্থী ক্যাম্প ৮ এর ব্লক-বি ২৩ এর নাজির হোসেনের ছেলে সাদ্দাম (২৫) ও ব্লক এইচ ২২ এর নুরুল আমিন (২৭)।

আহত কবির আহমদ (৩০) ক্যাম্প ১০ এইচ ১২ এর মনির আহমদের ছেলে। তারা সকলেই এনজিও ওয়ার্ল্ড ভিশনের কর্মচারী।

এপিবিএন-৮ এর অতিরিক্ত পরিচালক কামরান হোসাইন বলেন, সকালে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুইজন রোহিঙ্গা মারা গেছেন। তাদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh