মেয়রের বিরুদ্ধে মামলা: সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৯:২৭ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২১, ০৯:২৯ পিএম

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে শহরের প্রতিটি সড়কে টায়ার জ্বালিয়ে  বিক্ষোভ করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে পর্যটন এলাকা কলাতলীসহ প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এখনো প্রতিটি সড়কের মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মেয়র মুজিব সমর্থকরা। পুরো কক্সবাজার শহরের যান চলাচল বন্ধ রয়েছে। 

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করার ঘটনায় রবিবার বিকালে মেয়রসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গুলিবিদ্ধ মুনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেন। 


মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীরুল গিয়াস।

বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকায় মুনাফ সিকদারসহ দুইজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বর্তমানে মুনাফ সিকদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh