ঘাস কাটতে গিয়ে কৃষক পেলো মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৯:৪২ পিএম

চরজব্বার থানা

চরজব্বার থানা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে বেলাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত বেলাল উদ্দিন মৃত আনিস মোল্লার ছেলে।

রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫নম্বর স্লুইসগেইট এলাকার মোখলেসুর রহমান পুকুর থেকে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে বেলাল উদ্দিন রাতে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের বাহিরে যান। পরে দুপুরের দিকে এলাকার এক কৃষক গরুর ঘাস আনতে গিয়ে পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য যান। এ সময় তিনি দেখতে পান, এক ব্যক্তির মরদেহ পানিতে ভাসছে। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মরদেহ পুকুর থেকে তীরে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন চরজব্বার থানার পুলিশ।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি আরো জানান, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তর জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh