জ্ঞান বৃদ্ধির দোয়া ও আমল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০১:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জ্ঞান আল্লাহপ্রদত্ত অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। যার জ্ঞান নেই, তার কোনো আলাদা মূল্য নেই। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ‌‌‌‌‘যাকে বিশেষ জ্ঞান দান করা হয়, সে প্রভুত কল্যাণ প্রাপ্ত হয়। আর উপদেশ তারাই গ্রহণ করে, যারা জ্ঞানসম্পন্ন।’ (সুরা বাকারা, আয়াত : ২৬৯)

জ্ঞান বৃদ্ধির দোয়া ও আমল কোরআন-হাদিসে বর্ণিত হয়েছে। 

জ্ঞান বৃদ্ধির দোয়া 

উচ্চারণ : আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দ্বিন।

অর্থ : ‘হে আল্লাহ! আমাকে দ্বিনের জ্ঞান দান করুন।’

উপকার : ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, একবার নবী (সা.) শৌচাগারে গেলেন, তখন আমি তার জন্য অজুর পানি রাখলাম। তিনি জিজ্ঞেস করলেন, এটা কে রেখেছে? তাকে জানানো হলে তিনি বলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ দ্বিন। অর্থ : ‘ইয়া আল্লাহ! আপনি তাকে দ্বিনের জ্ঞান দান করুন।’ (বুখারি, হাদিস : ১৪৩)

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh