ধর্ষণ মামলায় মামুনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৩:২০ পিএম

 মামুনুল হক। ফাইল ছবি

মামুনুল হক। ফাইল ছবি

রিসোর্টে নিয়ে আটকে রেখে ধর্ষণের মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশ নির্যাতন দমন ট্রাইবুনালের দায়িত্বপ্রাপ্ত বিচারক আনিসুর রহমানের আদালতে অভিযোগ গঠন করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন।  

তিনি বলেন, ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন জান্নাত আরা ঝর্ণা। ওই মামলায় গ্রেপ্তার মামুনুল হককে আজ আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

তবে মামলার বাদী ঝর্ণা বেগম আদালতে হাজির ছিলেন না। এর আগে সকাল ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে হয় মামুনুলকে।

গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল। সে সময় তিনি বিব্রতকর অবস্থায় পড়লে হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা রিসোর্ট ভাঙচুর করে তাকে উদ্ধার করে। ওইদিন ঝর্ণাকে মামুনুল দ্বিতীয় স্ত্রী দাবি করেন। 

পরে ১৮ এপ্রিল গ্রেফতার হন মামুনুল। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ঝর্ণা। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh