করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৫:৪৫ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২১, ০৬:০২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৬ জনের।

গতকাল মঙ্গলবার ৩ জনের মৃত্যু এবং ২২৯ নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসাবে একদিনে ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।

বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে দেশে করোনায় মোট ২৭ হাজার ৮৮০ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। ১৯ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৯ হাজার ১৫৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ০৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।  

মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী। এ সময়ে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh