আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৫:৪৮ পিএম

আখাউড়া স্থলবন্দর

আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ওয়েট স্কেলে ত্রুটির কারণে ভারত থেকে পণ্য আমদানিকৃত পণ্য পরিমাপে জটিলতা তৈরি হয়েছে। গত সোমবার থেকে স্থলবন্দরে এ জটিলতা চলছে। তবে এখনো পর্যন্ত ত্রুটি মেরামত না হওয়ায় ভারত থেকে নতুন করে পণ্য আমদানি স্থগিত রাখা হয়েছে।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বন্দরের বিদ্যমান ওয়েট স্কেল দিয়ে সর্বোচ্চ ১০০ মেট্রিক টন পর্যন্ত পরিমাপ করা যায়। গত বৃহস্পতিবার ওয়েট স্কেলে ত্রুটি চোখে পড়ে। এতে করে আমদানিকৃত পণ্য পরিমাপে জটিলতা তৈরি হয়। এর ফলে গত সোমবার থেকে সাময়িক সময়ের জন্য নতুন করে পণ্য আমদানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে ইতোমধ্যে ওয়েট স্কেলের ত্রুটি মেরামত শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে পণ্য আমদানি কার্যক্রম স্বাভাবিক হবে।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ, পাথর, তুলা, ভোজ্য তেল ও ফলমূলসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়। এসব পণ্য ত্রিপুরা থেকে সরবরাহ করা হয় আশপাশের রাজ্যগুলোতে। তবে সম্প্রতি ভারত থেকে চাল ও গম আমদানি শুরু হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh