যুদ্ধাপরাধের মামলায় গ্রেফতার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৬:২৭ পিএম

রুস্তম আলী। ছবি: সংগৃহীত

রুস্তম আলী। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার রুস্তম আলী (৮১) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৩ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী এমদাদুল তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বেলা ১১টা ৩২ মিনিটে মৃত ঘোষণা করেন।

মৃত রুস্তম আলী কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি বন্দি নং-৩৯৬৩৮/২১। তার বাবার নাম মৃত মেফর আলী ওরফে শমসের।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গত ২১ অক্টোবর ময়মনসিংহের কালিয়ান গ্রাম থেকে রুস্তম আলীকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh