বিএইচবিএফসির নতুন ডিএমডি হলেন অরুণ কুমার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৬:৪৬ পিএম

অরুণ কুমার চৌধুরী

অরুণ কুমার চৌধুরী

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) মহা-ব্যবস্থাপক অরুণ কুমার চৌধুরীকে একই প্রতিষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদায়ন করা হয়েছে।  

সোমবার (১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডিএমডি করা হয়।

তিনি ১৯৯৬ সনে বিএইচবিএফসিতে সিনিয়র অফিসার পদে চাকুরিতে যোগদান করেন। অরুণ কুমার চৌধুরী মহা-ব্যবস্থাপক হিসেবে বিএইচবিএফসির বিভিন্ন বিভাগ ও দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) এর দায়িত্বও পালন করেন। 

তিনি বিএইচবিএফসিতে সততা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ ২০১৯-২০২০ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন। অরুণ কুমার চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ হতে প্রথম শ্রেণিতে স্নাতক এবং একই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। 

তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh