ঝিনাইদহে ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৭:৪০ পিএম

শৈলকুপা থানা

শৈলকুপা থানা

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ তিনজনকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৩ নভেম্বর) সকালে শৈলকুপার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঝিনাইদহ শৈলকুপা থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, গতকাল সন্ধ্যায় শৈলকুপা শহরের কবিরপুর মোড়ে ফিরোজ গার্মেন্টসে সীমান্ত ও আকাশ নামের দুইজন যুবক গিয়ে প্রায় দশ হাজার টাকার কাপড় নেন। গার্মেন্টসের মালিক তাদের কাছে টাকা চাইলে তারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম পাঠিয়েছে বললে দোকানদার না দিতে চাইলে জোরপূর্বক কাপড়ের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। 

কিছুক্ষণ পরে দোকানদার কালামের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, বেশি বাড়াবাড়ি করলে সমস্যা আছে। এমনকি তার কাছে উল্টো আরো বেশ টাকা চাঁদা দাবি করে। পরে বুধবার সকালে গার্মেন্টসের মালিক ইউনুচ আলী বাদী হয়ে কালামসহ তিনজনের নাম উল্লেখ করে শৈলকুপা থানায় ২ লাখ টাকা চাঁদাবাজি মামলা করেন। মামলার কিছুক্ষণ পর পুলিশ তাদের তিনজনকেই শৈলকুপার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh