নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৮:৩১ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২১, ০৮:৩৩ পিএম

আবহাওয়া অধিদফতর

আবহাওয়া অধিদফতর

নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া এমাসে দেশের তাপমাত্রা কমতে শুরু করবে। 

বুধবার (৩ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের প্রতিমাসের পূর্বাভাসে মাসের জন্য দেওয়া প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, প্রতিমাসের মতো এই মাসেও আমরা চলতি মাসের জন্য একটি দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছি। তাতে বলা হয়েছে, সাগরে নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড় হতে পারে। এছাড়া ডিসেম্বরের মাঝামাঝি শীতকাল শুরু হলেও এখনই সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে। মধ্যরাতের পর কিছু এলাকায় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যাচ্ছে। আবার সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে তাপমাত্রা। এই মাস এমন আবহাওয়াই বিরাজ করবে। খুব আস্তে আস্তে কমে আসবে তাপমাত্রা।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৩০ অক্টোবর ছিল সন্দ্বীপে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ইতোমধ্যে দুই ডিগ্রি তাপমাত্রা কমেছে। বিভাগীয় শহরগুলোর বেশিরভাগ এলাকার তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমেছে। এর মধ্যে ঢাকায় আজ ৩১ , যা গত ৩০ অক্টোবর অর্থাৎ শনিবারই ছিল ৩৪, কমেছে ২ ডিগ্রি, একইভাবে ময়মনসিংহে আজ দুই ডিগ্রি কমে ৩১ দশমিক ২, ছিল ৩৩ দশমিক ৫, চট্টগ্রামে আজ ৫ ডিগ্রি কমে ২৯ দশমিক ৫, ছিল ৩৪, সিলেটে ছিল ৩৪ , আজ সেটি দুই ডিগ্রি কমে ৩১ দশমিক ৯, রাজশাহীতে একই আছে ৩১ দশমিক ১  রংপুরে আজ ৩২, ছিল  ৩৩,  খুলনায় আজ দুই ডিগ্রি কমে ৩১, ছিল ৩৩ এবং বরিশালেও আজ ৩১ দশমিক ৪ , ছিল ৩৩ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, নভেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এই মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যারমধ্যে ১টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের প্রধান নদ নদীগুলো স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh